হোম > ছাপা সংস্করণ

‘বীর নিবাস’ পাচ্ছেন ১২ বীর মুক্তিযোদ্ধা

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ১২ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবার পাচ্ছেন ‘বীর নিবাস’। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন (বীর নিবাস) নির্মাণ প্রকল্পের আওতায় এসব বাড়ি নির্মাণ করে দেওয়া হচ্ছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২১-২২ অর্থবছরে পাটগ্রাম উপজেলার একটি পৌরসভা ও তিনটি ইউনিয়নে এরই মধ্যে ১২টি বীর নিবাস নির্মাণের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেছেন স্থানীয় সাংসদ মোতাহার হোসেন। বীর নিবাসের প্রতিটি বাড়ি ১ দশমিক ৭৫ শতাংশ জমির ওপর তৈরি করা হচ্ছে। ১৩ লাখ ৪৩ হাজার ৬১৮ টাকা ব্যয়ে নির্মিত প্রতিটি বাড়িতে দুটি বেডরুম, একটি রান্নাঘর, দুটি বাথরুম, একটি ড্রয়িং ও একটি ডাইনিং রুম এবং একটি পানির পাম্প থাকবে। নির্মাণকাজ করছেন কুড়িগ্রামের ঠিকাদার মোক্তার আলী। ইতিমধ্যে এসব বাড়ি নির্মাণের জন্য ১ কোটি ৬১ লাখ ২৩ হাজার ৪১২ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

পাটগ্রাম উপজেলা প্রশাসন সূত্র জানায়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মোতাবেক গঠিত কমিটি পাটগ্রাম উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে অসচ্ছল ও বাড়ি পাওয়ার উপযুক্তদের বাছাই করে। প্রথম পর্যায়ে যাঁরা বীর নিবাস পাচ্ছেন তাঁরা হলেন বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, আব্দুল জব্বার, মজিবর রহমান, সাবাতুল্লাহ, মোজাম্মেল হক, লুৎফর রহমান, ইয়াছিন আলী ও বীর মুক্তিযোদ্ধার স্ত্রী বেগম, মর্জিনা, মাহিমা খাতুন এবং শাহারন নেছা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী জানান, ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে। উপজেলা আবাসন নির্মাণ বাস্তবায়ন কমিটি সব সময় এ বিষয়ে খোঁজ-খবর রাখছে।’

ইউএনও সাইফুর রহমান বলেন, ‘কাজের গুণগতমান, ভালোমন্দ প্রতিনিয়ত দেখভাল করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আরও বীর নিবাস নির্মাণ করা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ