কিশোরগঞ্জের অষ্টগ্রামে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে উপজেলা নির্বাচন অফিস। গতকাল সোমবার সকাল ৯ থেকে বিকেল ৪টা পর্যন্ত চেয়ারম্যান, সংরক্ষিত আসন ও সদস্য (মেম্বার) পদে প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানা গেছে, অষ্টগ্রাম উপজেলার ৮টি ইউপিতে ৮টি চেয়ারম্যান, ২৪টি সংরক্ষিত আসন ও ৭২টি সদস্য পদে মনোনয়ন ফরম বিতরণ করা হচ্ছে।
অষ্টগ্রামের ৪ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা হলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম ভূঁইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, উপজেলা প্রকৌশলী মো. গোলাম সামদানী।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম ভূঁইয়া বলেন, ‘নির্বাচনের সব প্রস্তুতি আমাদের রয়েছে। মনোনয়ন ফরম বিতরণ হচ্ছে, সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে কাজ করা ও সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে সবার সহযোগিতা চাই।’