মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. আতাউর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তাঁকে চেয়ারম্যান ঘোষণা করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন।
এর আগে গত সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। মনোনয়নপত্র প্রত্যাহার করা চেয়ারম্যান প্রার্থীরা জানান, প্রধানমন্ত্রীর প্রতি সম্মান জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, ‘তিন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় ইউপিতে একমাত্র প্রার্থী থেকে যান আতাউর রহমান। নির্বাচনী বিধি অনুযায়ী তাঁকে বিজয়ী ঘোষণা করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।’