হোম > ছাপা সংস্করণ

ইউপি সদস্য প্রার্থীর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

পাথরঘাটার উপজেলা অবৈধ বিদ্যুৎ সংযোগ রাখার দায়ে সুমন মোল্লা নামের এক ব্যক্তির বিদ্যুতের মিটার জব্দ করা হয়েছে। নাচনাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) মানিকখালী বাজারে এই মিটার জব্দ করে বিদ্যুৎ বিভাগ।

ওই বিদ্যুৎ সংযোগের পাশ থেকে আমিনুল ইসলাম মামুন মোল্লা অবৈধভাবে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ নিয়েছেন। গত রোববার রাত ২টার দিকে নিয়মিত অভিযানে ওই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

আমিনুল ইসলাম মামুন মোল্লা নাচনাপাড়া ইউপি ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী।

জানা গেছে, গত রোববার রাত ২টার দিকে মানিকখালী বাজারে নিয়মিত অভিযান চালানোর সময় অবৈধ বিদ্যুৎ সংযোগ রাখার দায়ে সুমন মোল্লা নামের এক ব্যক্তির বিদ্যুতের মিটার জব্দ করে বিদ্যুৎ বিভাগ। ওই মিটারের লাইন থেকে আমিনুল ইসলাম মামুন মোল্লা তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়েছেন। এ ঘটনায় মামুন মোল্লার ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারে জরিমানা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মানিকখালী বাজারের একাধিক ব্যবসায়ী নাম গোপন রাখার শর্তে বলেন, নাচনাপাড়া ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মামুন মোল্লার বিদ্যুৎ সংযোগ এর আগেও দুবার বিচ্ছিন্ন করা হয়েছিল। এ ভাবে তিনি গত পাঁচ বছর ধরে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছেন।

অভিযোগ প্রসঙ্গে মামুন মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি স্বীকার করেন তিনি। কিন্তু এ বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি।

পিরোজপুর পল্লি বিদ্যুৎ সমিতির পাথরঘাটা সাব–জোনাল কার্যালয়ের এজিএম কুমুদ রঞ্জন দেবনাথ বলেন, ‘অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। এ অভিযানে একই ব্যক্তি একই ঘটনা বারবার করলে, আমরা তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ