হোম > ছাপা সংস্করণ

নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

বাউফল উপজেলায় কালিশুরী পোনাহুরা ইসলামিয়া নেছারিয়া ফাজিল মাদ্রাসার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অনিয়মের প্রতিবাদে গত শুক্রবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার উপপরিচালক মো. সাইফুল ইসলামকে অবরুদ্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন পরীক্ষায় অংশগ্রহণকারীরা।

জানা গেছে, সম্প্রতি উপজেলায় কালিশুরী পোনাহুরা ইসলামিয়া নেছারিয়া ফাজিল মাদ্রাসার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়। ওই পদে মোট ২৬ জন প্রার্থী আবেদন করেন। শুক্রবার ওই আবেদনের পরিপ্রেক্ষিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়োগ পরীক্ষায় মোট ১২ জন প্রার্থী অংশগ্রহণ করেন। সেখানে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে উপস্থিত ছিলেন প্রশাসন শাখার উপপরিচালক মো. সাইফুল ইসলাম। পরীক্ষা শেষে সাইফুল ইসলাম ফলাফল বিশ্লেষণ করে আবদুল্লাহ্ আল মামুন নামের এক প্রার্থীর নাম ঘোষণা করেন। এরপরই অন্য প্রার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। জুমার নামাজের পর প্রায় আধা ঘণ্টা বিক্ষোভকারীরা এ কর্মকর্তার গাড়ি অবরুদ্ধ করে রাখেন। পরে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির মধ্যস্থতায় মুক্ত হয়ে ঢাকা ফিরে যান মো. সাইফুল ইসলাম।

এনামুল হক নামে এক প্রার্থী বলেন, ‘সকাল ৯টায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরীক্ষা শুরু হয় দুপুর ১২টা ৪০ মিনিটে। এরপর প্রার্থীদের লিখিত পরীক্ষা শেষ করে তার ফলাফল ঘোষণা না করেই মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের পর্যায়ক্রমে ডাকা হয়। শুরু হয় প্রার্থীদের মধ্যে গুঞ্জন। বিষয়টি আঁচ করতে পেড়ে মাত্র ৩০ মিনিটের মধ্যেই সভাপতির আত্মীয় আল মামুনের নাম ঘোষণা করা হয়।’

মাদ্রাসার অধ্যক্ষ মুহা. হাবিবউল্লাহ্ বলেন, ‘স্বচ্ছভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। নিয়োগ পরীক্ষার জন্য জেলা শহরে আবেদন করতে পারতাম। নিয়োগটি যাতে স্বচ্ছ হয়, সে জন্যই মাদ্রাসায় পরীক্ষা নেওয়া হয়েছে। যারা অকৃতকার্য হয়েছেন তাঁরা ক্ষুব্ধ হয়ে শিক্ষা কর্মকর্তার সঙ্গে অসদাচরণ করেছেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ