গৃহবধূ রিমি আক্তার সংসারের কাজ করার পাশাপাশি অন্যের জমিতে আলু তোলার কাজ করছেন। গত ২০ দিনে ৩ ঘণ্টা করে আলু তোলার কাজ করে সাড়ে ৪ হাজার টাকা আয় করেছেন তিনি।
রিমি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী। তাঁর মতো ওই গ্রামের পারুল আক্তার, জহুরা বেগম, রিনা আক্তারসহ শতাধিক নারী দল বেঁধে চলতি আলু মৌসুমে বাড়ির কাজ করার পাশাপাশি বাড়তি আয় করছেন আলু তোলার কাজ করে।
গত শনিবার বড়বাড়ী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের আলু চাষি আব্দুল জব্বারের আলু তোলার সময় রিমি জানান, ১০ জন নারী দুজন করে শেয়ারে আলু তোলার কাজ করছেন। দুপুর ১২টা পর্যন্ত প্রতিজন ১০ বস্তা করে আলু তুলেছেন। যার পারিশ্রমিক ২০০ টাকা।
রিমি আলু তোলার সঙ্গী রিনা আক্তার জানান, তিনি গতকাল শনিবার ১৬ বস্তা আলু তুলেছেন আর চলতি মৌসুমে প্রায় দেড় শ বস্তা আলু তোলার কাজ করে তিন হাজার টাকা আয় করেছেন।
আলু চাষি আব্দুল জব্বার জানান, আলু তোলার জন্য ৬০ কেজি ওজনের প্রতি বস্তায় ২০ টাকা মজুরি দিতে হয়, দাম বেশি হলে ৩০ টাকা দেওয়া লাগে।