নরসিংদীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নরসিংদী শিশু একাডেমির হল রুমে আমদিয়া, পাঁচদোনা, মেহেরপাড়া, কাঠালিয়া ও পাইকারচর ইউনিয়নের প্রার্থীদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী মোর্শেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
বিশেষ অতিথি ছিলেন, নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, নরসিংদী সিনিয়র জেলা নিবার্চন অফিসার মেছবাহ উদ্দিন। আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন কর্মকর্তা এবং ৫টি ইউপির চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীরা।
এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেন, ‘এবারের নির্বাচনে যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাঁদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে। তাই সকলে নির্বাচনী আচরণবিধি মেনে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করি।’