কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিবদমান সংকট নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে বসুরহাট পৌরসভায় এসেছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির নেতারা। এ সময় তাঁরা মেয়র কাদের মির্জা ও তাঁর অনুসারীদের নিয়ে বৈঠক করেন।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় বসুরহাট পৌর মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ আ ন ম খায়রুল আনম সেলিম।
বসুরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল খায়েরের সঞ্চালনায় বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সিহাব উদ্দিন শাহীন, নোয়াখালী পৌরসভার মেয়র শহীদুল্লাহ খান সোহেল, সাবেক এমপি মোহাম্মদ আলী, নোয়াখালী-৬ আসনের সাংসদ আয়েশা ফেরদৌস আলী, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা প্রমুখ।
এ সময় নেতারা বলেন, আগামী ১০০ বছরের মধ্যেও নোয়াখালীতে আরেকজন ওবায়দুল কাদের জন্ম নেবে না। এ জন্য সবাইকে তাঁর সম্মান অক্ষুণ্ন রাখতে হবে। কোনো অবস্থাতেই তাঁর (সেতুমন্ত্রী ওবায়দুল কাদের) ভাবমূর্তি নষ্ট করা যাবে না। ফেসবুক লাইভে এসে জাতীয় রাজনীতি নিয়ে কোনো কথা বলা যাবে না।
নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ আ ন ম খায়রুল আনম সেলিমসহ সভায় নেতারা একযোগে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর সমালোচনা করে বলেন, একরামুল করিম চৌধুরীর কারণে আওয়ামী লীগের দলীয় ভাবমূর্তি নষ্ট হয়েছে। জেলার কোথাও দলের সাংগঠনিক ভিত নেই। সব স্থানে মেয়াদোত্তীর্ণ কমিটি। জাতীয় কাউন্সিলকে সামনে রেখে এবং আগামী জাতীয় নির্বাচনে দলীয় এমপি প্রার্থীদের জয় লাভের জন্য তৃণমূল থেকে কমিটি পুনর্গঠনের কাজ চলছে।