হোম > ছাপা সংস্করণ

ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

তারাকান্দা প্রতিনিধি

তারাকান্দা উপজেলায় মরম আলী (৪২) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার কামারিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের উশন আলীর ছেলে। মরম আলী পেশায় মৎস্য ব্যবসায়ী।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মরম আলী, তাঁর চাচাতো ভাই ওমর ফারুক এবং ভাতিজা আবু বকর যৌথভাবে এক কিলোমিটার দূর থেকে বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেন। সম্প্রতি নতুন তার দিয়ে বিদ্যুতের সংযোগ দেওয়ায় আগের তার খুলে মরম আলী বাড়িতে রাখেন।

গত সোমবার বিকেলে ওই তার ভাগাভাগি করতে ওমর ফারুক ও আবু বকর মরম আলীর বাড়িতে যান। ভাগাভাগির একপর্যায়ে তাঁদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কিলঘুষিতে মরম আলী মারা যান বলে অভিযোগে জানা গেছে। তবে ওমর ফারুক ও আবু বকর পলাতক থাকায় তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল মঙ্গলবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী শিরিন আক্তার বাদী হয়ে ছয়জনকে আসামি করে মামলা করেছেন। এর মধ্যে আবুল হাশেম নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ