নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে শহীদ স্মৃতি পার্কের নিরাপত্তাপ্রাচীর ভেঙে লোহার গ্রিল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে প্রাচীর ভেঙে গ্রিল চুরির এ ঘটনা ঘটে।
এদিকে, স্থানীয়দের মধ্যে বিজয় দিবস উদ্যাপনের আগ মুহূর্তে প্রাচীরটি ভেঙে ফেলায় নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। শহীদ মিনারসহ পুরো এলাকা ঘষামাজা করে রং করা হলেও এখনো দেয়ালটি সংস্কার করা হয়নি।
জানা যায়, ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে রেলওয়ের বহু কর্মকর্তা-কর্মচারী শহীদ হন। তাঁদের স্মৃতির উদ্দেশ্যেই স্টেশন-সংলগ্ন এলাকায় দশমিক সাত একর জমিতে গড়ে তোলা হয় শহীদ মিনার ও শিশুপার্ক। পরবর্তীকালে ২০০৯ সালে এটি সংস্কার করা হয়। এর চারপাশে দেওয়া হয় প্রায় পাঁচ ফুট উচ্চতার নিরাপত্তাপ্রাচীর। যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে, সে জন্য এই প্রাচীরের ওপরের অংশে তিন ফুট উচ্চতার লোহার গ্রিল দেওয়া হয়।
মুক্তিযুদ্ধে রেলওয়ের যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের নামের স্মৃতিফলক স্থাপন করে এর নামকরণ করা হয় শহীদ স্মৃতি পার্ক। প্রতিবছর আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবসে রেলওয়ে প্রশাসনসহ স্থানীয়রা এখানকার শহীদ বেদি ও স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।
সৈয়দপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (কার্য) শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। যেহেতু বিষয়টি স্পর্শকাতর, তাই কে বা কারা এটি করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান ওই কর্মকর্তা।