উচ্চ আদালতের আদেশ অমান্য করে হবিগঞ্জের মাধবপুরে কোয়ালিটি কোম্পানির কয়েকটি পোলট্রি খামার চালু রাখার অভিযোগ এনে মানববন্ধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে চৌমুহনী ইউনিয়নের কমলপুল গ্রামে একটি মাদ্রাসার আঙিনায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এসব পোলট্রি খামারের বিষ্ঠা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে দূষণের কবলে পড়েছে কয়েকটি গ্রাম। তবে কোয়ালিটি কোম্পানি কর্তৃপক্ষ বলছে আদালতের আদেশ অমান্য করে কিছু করা হচ্ছে না।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় একটি মাদ্রাসার অধ্যক্ষ মো. আনিসুর রহমান আদিল, আওয়ামী লীগের চৌমুহনী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ইবাদুর রহমান বিলাল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, কমলপুর ও আশপাশের কয়েকটি গ্রামে কোয়ালিটি কোম্পানির কয়েকটি পোলট্রি খামার রয়েছে। এগুলো গ্রামের পরিবেশ মারাত্মকভাবে দূষণ করছে। এ নিয়ে উচ্চ আদালতে অভিযোগ করলে গত ১ এপ্রিল আদালত ওই কোম্পানির খামারের কার্যক্রম স্থগিত রাখার আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে কোম্পানির পক্ষ থেকে আপিলের আবেদন করলে আদালত আবেদনটি খারিজ করে দেন।
অভিযোগ অস্বীকার করে কোয়ালিটি কোম্পানির উপমহা-ব্যবস্থাপক ফয়েজ আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, আদালত স্থিতি অবস্থার আদেশ দিয়েছেন। আদেশ অমান্য করে কোম্পানি কোনো কাজ করছে না। এ ছাড়া আদিলের মাদ্রাসার কাছের খামারটি বন্ধ রয়েছে। তাঁর দেওয়া অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।