হোম > ছাপা সংস্করণ

সংস্কারকাজ শেষ হওয়ার আগেই ভেঙে গেছে সড়ক

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের কড়ইবাড়ি বাসস্ট্যান্ড থেকে লাউর ফতেহপুর ইউনিয়নের বাড়িখলা গ্রাম পর্যন্ত সড়কের সংস্কারকাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠছে। এ সড়কের সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার পাশাপাশি চুক্তিপত্র অনুযায়ী কাজ হয়নি বলে অভিযোগ রয়েছে। এ কারণে সংস্কারকাজ শেষ না হতেই সড়কের বেশ কয়েক জায়গা ভেঙে গেছে।

জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের তত্ত্বাবধানে আড়াই কিলোমিটার সড়কের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বিজিল্যান্ড কনস্ট্রাকশন।

সরেজমিনে দেখা গেছে, সংস্কারকাজ শেষ করার আগেই কিছু কিছু জায়গা ভেঙে গেছে। এ ছাড়া পুরো রাস্তাটি ১৬ ফুট করে করার কথা থাকলেও কোথাও ১০ ফুট, কোথাও ১৪ আবার কোথাও ১২ ফুট করছেন। আড়াই কিলোমিটার সড়কের প্রায় ৪৩টি গাছের গুঁড়ি রেখেই অনেক স্থানের পিচ ঢালাই কাজ শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি।

এলাকাবাসীর অভিযোগ, কাজের শুরু থেকেই তদারকি প্রতিষ্ঠানের যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠানটি তড়িঘড়ি করে এসব অনিয়ম করে চলছে। তাঁদের দাবি, এ কাজ ৬ মাসও টিকবে না। গত শনিবার দুপুরে স্থানীয় বাসিন্দাদের তোপের মুখে দায়িত্বে থাকা বিজিল্যান্ড কনস্ট্রাকশন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন দৌড়ে পালিয়ে যান।

জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের দেখভালের দায়িত্বে থাকা মোহাম্মদ গোলাপ মিয়া বলেন, ‘আমরা রাস্তার পিচ ঢালাইয়ের অধিকাংশ কাজ শেষ করেছি। লোক দিয়ে গাছের গুঁড়িগুলো কাটার ব্যবস্থা করব।’

ইউপি সদস্য মোহাম্মদ বশির উদ্দিন বলেন, ‘আমরা চাই, আমাদের কাজ সঠিকভাবে করা হোক।’

জানতে চাইলে স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউল আওয়াল রবি বলেন, করইবাড়ি গ্রামের ইউপি সদস্য আমাকে সড়কের সংস্কারকাজের অনিয়মের ব্যাপারে জানিয়েছেন। আমি গত শনিবার সরেজমিনে সেখানে পরিদর্শন করেছি। এখানে কাজের অনেক অনিয়ম হচ্ছে। আমি উপজেলার সংশ্লিষ্ট অফিসে মৌখিকভাবে জানিয়েছি,আমি চাই এই রাস্তার কাজ সঠিকভাবে করা হোক।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বিজিল্যান্ড কনস্ট্রাকশনের লাইসেন্স ব্যবহারকারী মোহাম্মদ সুমনকে একাধিকবার ফোন দিলে তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়।

নবীনগর উপজেলা প্রকৌশলী মো. ইসতিয়াক হাসান বলেন, ‘নিম্নমানের সামগ্রী ব্যবহার অভিযোগে বর্তমানে কাজটি বন্ধ রাখা হয়েছে। আমি তদন্ত করে এবং গুণগত মান ঠিক করেই সংস্কারকাজ শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ