শেরপুরের শ্রীবরদী থেকে নিখোঁজের ১৮ দিন পর ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় থেকে মো. হোসেন আলী (৩৫) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালকের গলিত মরদেহ উদ্ধার করেছে র্যাব-১৪।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কোচপাড়া বটতলা পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হোসেন আলী শ্রীবরদী উপজেলার সেকদী গ্রামের আশরাফ আলীর ছেলে ও দুই সন্তানের জনক।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শ্রীবরদী উপজেলার ভেলুয়া গ্রামের সুজন মিয়া (৩৫) ও ঝিনাইগাতী উপজেলার নওকুচি এলাকার সুমেল রানাকে (৩২) আটক করেছে র্যাব।
র্যাব সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর সকাল ৯টার দিকে প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে ভাড়ায় যাত্রী পরিবহনে বের হন হোসেন আলী। কিন্তু রাত পেরিয়ে গেলেও সে বাড়ি ফেরেনি। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে তার পরিবারের সদস্যরা। পরদিন গজনী এলাকায় তার ইজিবাইকটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় ২৯ নভেম্বর শ্রীবরদী থানায় একটি জিডি করেন নিহতের বড়ভাই আবুল কাশেম।