রয়টার্স
আজ ২৫ অক্টোবর। বিখ্যাত স্প্যানিশ চিত্রশিল্পী পাবলো পিকাসোর ১৪০তম জন্মদিন। জন্মদিন সামনে রেখে গত শনিবার লাস ভেগাসের বেলাজিও হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল তাঁর আঁকা ১১টি ছবির নিলাম। সোথেবাইয়ের আয়োজনে নিলামে ১০ কোটি ৯০ লাখ ডলারে বিক্রি হয়েছে ছবিগুলো।
অনেক বছর ধরেই বেলাজিও হোটেলে টাঙানো ছিল পাবলো পিকাসোর এসব শিল্পকর্ম। এবার সেখানে পিকাসোর আরও ১২টি চিত্রকর্ম যুক্ত করা হবে। নিলামে যাঁরা কিনেছেন তাঁদের নাম প্রকাশ করা হয়নি। -রয়টার্স