শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি দলের উপস্থিতি টের পেয়ে দোকান বন্ধ করে কেটে পড়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার নাগেরপাড়া বাজারে এ ঘটনা ঘটে। অভিযানে তিন ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন শরীয়তপুরের ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুজন কাজী।
জানা গেছে, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে শনিবার গোসাইরহাটের নাগেরপাড়া ইউনিয়নের নাগেরপাড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, খাবার হোটেল, ওষুধের দোকান ও কসমেটিকসের দোকান পরিদর্শন করা হয়। এ সময় অননুমোদিত ও অবৈধভাবে ব্যবসা পরিচালনা করা, বিক্রয়ের উদ্দেশ্যে ক্ষতিকারক রং, রাসায়নিক দ্রব্য মিশ্রিত নিম্ন মানের পণ্য, শিশুখাদ্য, নিম্নমানের কসমেটিকস রাখা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৩ প্রতিষ্ঠানের জরিমানা করে।
সহকারী পরিচালক সুজন কাজী বলেন, ‘শরীয়তপুর জেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। এ সময় সরকার নির্ধারিত নিয়মাবলি মেনে ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।’
এ সময় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর শরীয়তপুর জেলা শাখার সভাপতি মো. বিল্লাল হোসেন খান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আবুল হোসেন উপস্থিত ছিলেন।