হোম > ছাপা সংস্করণ

টানা বৃষ্টিপাতে পঞ্চগড়ে বিপাকে গরিব মানুষ

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ে টানা বৃষ্টিপাতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। কাজে বের হতে না পেরে অলস সময় কাটাচ্ছেন তাঁরা। এ ছাড়া অনেক এলাকায় ফসলি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, কয়েক দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। এতে আমন আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে কৃষকদের মধ্যে। এমন বৃষ্টিপাত আরও কয়েক দিন স্থায়ী থাকলে খাবার সংকটে পড়বে নিম্ন আয়ের মানুষ।

পঞ্চগড় পৌর শহরের রাজমিস্ত্রি মনসুর আলম বলেন, ‘তিন স্থানে কাজ চলছে। প্রতিদিন ২৮ জন শ্রমিক কাজ করেন। টানা বৃষ্টির কারণে কাজ বন্ধ রাখতে হচ্ছে। এই অবস্থা আরও কয়েক দিন থাকলে আমাদের না খেয়ে দিন কাটাতে হবে। এমনিতেই তিন দিন ধরে বসে আছে শ্রমিকেরা।’

জেলা সদরের মাগুড়া ইউনিয়নের রিকশাচালক আশ্রাব জানান, ‘সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত ২০ টাকা ভাড়া মারি। অথচ খোলাবাজারে এক কেজি চাল কিনতে হলেও ৩৫ টাকা দরকার।’

পঞ্চগড় পৌরসভার ব্যারিস্টার বাজারের ভ্যানচালক এরশাদ হোসেন জানান, পানির কারণে তিনি গতকাল সকাল থেকে এখন দুপুর ১২টা পর্যন্ত কোনো টাকা আয় করতে পারেননি।

আটোয়ারী উপজেলায় বলরামপুর এলাকার কৃষক দেলোয়ার হোসেন জানান, কয়েক দিনের বৃষ্টিতে নিচু জমির খেত তলিয়ে গেছে। পানিতে তলিয়ে থাকায় নষ্ট হচ্ছে আমনখেত।

তেঁতুলিয়া আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত পর্যবেক্ষণ কর্মকর্তা রাসেল শাহ জানান, কয়েক দিনে আড়াই শ মিলিমিটার বৃষ্টি হয়। আরও কয়েক দিন এই বৃষ্টি অব্যাহত থাকবে। দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা না-ও মিলতে পারে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ