হোম > ছাপা সংস্করণ

নৌকায় ছয় নতুন মুখ

বদরগঞ্জ প্রতিনিধি

বদরগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ছয় ইউপিতে নতুন মুখ বেছে নিয়েছে আওয়ামী লীগ। গত রোববার আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় উপজেলার ১০ ইউপিতে মনোনয়ন চূড়ান্ত করে নৌকার প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

তাঁদের মধ্যে রামনাথপুর ইউনিয়নে মোহছিনা বেগম, গোপীনাথপুরে লুৎফর রহমান, বিষ্ণুপুরে ফিন্দিউল হাসান চৌধুরী, রাধানগরে কামাল উদ্দিন, কালুপাড়ায় আব্দুল মান্নান সরকার ও গোপালপুর ইউনিয়নে শামছুল আলম নতুন মুখ হিসেবে নৌকার মনোনয়ন পেয়েছেন।

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ইউপি নির্বাচনে ১০ জনকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল। ওই সময় ভোটের মাঠে লড়াই করে দামোদরপুর ইউনিয়নে আজিজুল হক, কুতুবপুরে আতিয়ার রহমান, লোহানীপাড়ায় মো. ডলু শাহ, গোপালপুরে আজিজার রহমান ও বিষ্ণুপুর ইউনিয়নে আহসানুল হক চৌধুরী টুটুল চেয়ারম্যান নির্বাচিত হন। এই পাঁচজনের মধ্যে বিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান আহসানুল হক চৌধুরী টুটুল পৌরমেয়র নির্বাচিত হয়েছেন।

গত ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে পরাজিত হয়েছেন মধুপুর ইউনিয়নের নুর আলম, কালুপাড়া ইউনিয়নের হারুন অর রশিদ, রামনাথপুর ইউনিয়নের আব্দুল হাই, রাধানগর ইউনিয়নে আবু বক্কর সিদ্দিক এবং গোপীনাথপুর ইউনিয়নে ইয়াছিন পাইকাড়। তাঁদের মধ্যে ইয়াছিন পাইকাড় মারা গেছেন। দলীয় মনোনয়ন চেয়েও পাননি রাধানগর ইউনিয়নের আবু বক্কর সিদ্দিক ও গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজার রহমান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ