হোম > ছাপা সংস্করণ

বন্দরে জাহাজে নিম্নমানের চাল, খালাস বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে আবারও নিম্নমানের চাল নিয়ে এসেছে ভারতীয় একটি জাহাজ। জাহাজ থেকে চাল খালাস বন্ধ করে দিয়েছে খাদ্য বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন খাদ্য বিভাগের চট্টগ্রাম চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক মো. আব্দুল কাদের।

আব্দুল কাদের জানান, ৭ হাজার ৬০০ মেট্রিক টন চাল নিয়ে এমভি বিএনসি আলফা নামের জাহাজটি বুধবার চট্টগ্রাম বন্দরে খালাস শুরু করে। প্রায় ১ হাজার মেট্রিক টন চাল দেশের বিভিন্ন খাদ্য গুদামে গেলে খাদ্য কর্মকর্তারা দেখেন চাল নিম্ন মানের। এতে খাদ্য বিভাগ চাল খালাস বন্ধ করে দেয়।

খাদ্য বিভাগ সূত্র জানায়, সরকারিভাবে আমদানি করা চালের চালানটি ভারতের নেকফ ইন্ডিয়া নামের একটি প্রতিষ্ঠান সরবরাহ করে। গত বৃহস্পতিবার সকালে বন্দরের ৩ নম্বর জেটিতে খালাসকালে নিম্নমানের চাল পাওয়া যায়।

খাদ্য বিভাগের কর্মকর্তা জানিয়েছেন, নিম্নমানের চাল নিয়ে ভারতীয় জাহাজের চাল খালাসের বন্ধ রাখার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এই পর্যন্ত এই জাহাজ থেকে প্রায় ১ হাজার মেট্রিক টন চাল খালাস দেশের বিভিন্ন খাদ্য গুদামে পাঠানো হয়েছে। ইতিমধ্যে চট্টগ্রাম দেওয়ানহাট সিএসডি, হালিশহর সিএসডি, সিলেট সিএসডি, কুমিল্লার চকবাজার এলএসডি গুদাম, চাঁদপুরের মতলব এলএসডি গুদামে, রাঙামাটির বরইছড়ি এলএসডি, জয়দেবপুর এলএসডি ও তেজগাঁও সিএসডি চাল চলে যায়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ