লাকসাম হকার্স মার্কেটে মরা গরুর গোশত বিক্রির অপরাধে বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে এক মণ গোশত। এ ছাড়া দোকানটিও সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার সকালে ঘটনাটি ঘটে।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম সাইফুল আলম। দায়ী বিক্রেতার নাম বিল্লাল হোসেন।
অভিযানে লাকসাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নিলুফার ইয়াসমিন চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জব্দ গোশত কেরোসিন ঢেলে জ্বালিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়।
স্থানীয় কাউন্সিলর আবদুল আজিজ জানান, মরা গরুর গোশত বিক্রির ঘটনায় পৌরসভার ভোজপাড়ার বিল্লাল হোসেনের দোকানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। একই সময় তল্লাশি চালিয়ে পাশের একটি দোকানের ফ্রিজ থেকেও পচা মাংস জব্দ করা হয়। উপজেলা প্রশাসন পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হন। পরে সেগুলো নষ্ট করা হয়।
স্থানীয় লোকজন জানান, মরা গরুর গোশতগুলো পার্শ্ববর্তী লালমাই উপজেলার ভুশ্চি এলাকা থেকে সংগ্রহ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে লাকসাম পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর শামসুল আলম আজকের পত্রিকাকে বলেন, জব্দ করা গোশতগুলো কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।