যশোরের মনিরামপুরের জলকর রোহিতায় দুই লাখ টাকা ব্যয়ে সংস্কার করা একটি ইটের রাস্তা উদ্বোধন করেছেন এক রিকশাচালকের স্ত্রী স্বপ্না খাতুন।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলা চেয়ারম্যান নাজমা খানম ও রোহিতা ইউপি চেয়ারম্যান আবু আনছার সরদার তাঁকে দিয়ে ফিতা কেটে রাস্তাটি উদ্বোধন করান।
গত ১০ আগস্ট আজকের পত্রিকায় ‘সড়কে কাদা, ভোগান্তি এলাকাবাসীর’ শিরোনামে একটি কাদার রাস্তার ছবিসহ সংবাদ প্রকাশিত হয়। একজন চালক কাদার মধ্য দিয়ে রিকশা ঠেলে নিচ্ছেন। আর তাঁর স্ত্রী রিকশাটি পেছন থেকে ঠেলে এগিয়ে নিতে সাহায্য করছেন। তাঁর নাম স্বপ্না খাতুন। এই নারীকে দিয়েই সংস্কার শেষে ইটের রাস্তাটি ফিতা কেটে উদ্বোধন করানো হয়। তিনি রিকশাচালক রবিউল ইসলামের স্ত্রী।
আজকের পত্রিকায় ছবিসহ রিপোর্ট দেখে মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম রাস্তাটি সলিং করার উদ্যোগ নেন।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসেম আলী, আলতাফ হোসেন, আওয়ামী লীগ নেতা শেখ রাশেদ আলী, ইউপি সদস্য মহিতুল হোসেন, মাস্টার দেবাশীষ বিশ্বাস প্রমুখ।