তারাগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে আহত মোটরসাইকেল আরোহী হাবিবুর রহমান (৪৫) মারা গেছেন। গতকাল সোমবার সকালে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
হাবিবুর গত রোববার সন্ধ্যা ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে বিকেল ৩টার দিকে বামনদীঘির দি এরিস্টোক্র্যাট এগ্রো লিমিডেটের সামনে রংপুর-দিনাজপুর মহাসড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তিনি চাপা পড়ে গুরুতর আহত হন।
হাবিবুর রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর লাইন ইনচার্জ ছিলেন। তিনি নীলফামারীর জলঢাকা উপজেলার খেতুরতলা গ্রামের ইয়াকুফ আলীর ছেলে। তাঁর স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান বলেন, ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।’