হোম > ছাপা সংস্করণ

জমির অভাবে মাঠ হচ্ছে না ডিএসসিসির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জমির অভাবে পর্যাপ্ত খেলার মাঠ ও উদ্যান নির্মাণ করতে পারছেন না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। গতকাল বুধবার দুপুরে বাসাবো বালুর মাঠে ‘বাসাবো সবুজ বলয়’-এর নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, ‘প্রতি ওয়ার্ডেই ন্যূনতম একটি খেলার মাঠ-উদ্যান প্রতিষ্ঠা আমাদের লক্ষ্য। তবে সবচেয়ে বড় অন্তরায় হলো পর্যাপ্ত জমির সংস্থান করা।’

মেয়র আরও বলেন, ‘আজ যে মাঠে আমরা সবুজ বলয়ের উদ্বোধন করলাম, সেই জমিটি দখল করার জন্য অনেকেই চেষ্টা করছে। তবে এই এলাকার সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, কাউন্সিলরসহ সবার দৃঢ়তার জন্যই জমিটা রক্ষা করতে পেরেছি। এই সমস্যা প্রতিটি ওয়ার্ডেই রয়েছে।’

শেখ ফজলে নূর তাপস বলেন, ‘৪৮ নম্বর ওয়ার্ডে খেলাধুলার জন্য এক চিলতে জমিও নেই। আমরা সেখানে একটি জমি চিহ্নিত করেছি। সেখানে অবৈধভাবে ট্রাকস্ট্যান্ড করে রাখা হয়েছে, তা দখলমুক্ত করে খেলার মাঠ করার উদ্যোগ নিয়েছি।’

এর আগে মেয়র ৫ তলা ভিত্তিবিশিষ্ট মেরাদিয়া কাঁচাবাজার ও বিপণিবিতানের ভিত্তিপ্রস্তর স্থাপন, বাসাবো বৌদ্ধমন্দির থেকে কালীমন্দির পর্যন্ত রাস্তা সম্প্রসারণে চলমান কাজ এবং পরে রায়ের বাজার উচ্চবিদ্যালয়ের শহীদ শামসুন্নেসা আরজু মনি একাডেমিক ভবনের উদ্বোধন এবং আদি বুড়িগঙ্গা চ্যানেলে চলমান খননকাজ পরিদর্শন করেন। এ সময় দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের ও কাজী বোরহান উদ্দিন, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর ও নারী কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ