হোম > ছাপা সংস্করণ

শব্দদূষণ নিয়ন্ত্রণে সম্মিলিত প্রয়াসের আহ্বান

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে সরকারি কর্মকর্তাদের শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণ হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ হয়।

এতে শব্দদূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর তাগিদ দেওয়া হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটির সঞ্চালনায় ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক মুফিদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। বিশেষ অতিথি ছিলেন জেলার সিভিল সার্জন অংসুই প্রু মারমা, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল কুদ্দুস ফরাজী।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, বেঁচে থাকার প্রধান উপাদান হচ্ছে পরিবেশ। আর এই পরিবেশ যদি ভালো না হয় তবে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে সবাইকে। এ জন্য শব্দদূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক মুফিদুল আলম বলেন, দিন দিন শব্দদূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। শব্দদূষণের কারণে বিভিন্ন রোগব্যাধি সৃষ্টি হচ্ছে এবং অনেকেই বধির হয়ে পড়ছে।

প্রশিক্ষণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অতিরিক্ত পরিচালক মো. মতিয়ার রহমান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার অমিত রায়, সিমন সরকার, মো. কায়েসুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু, এলজিইডির সহকারী প্রকৌশলী জয় সেন প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ