বাংলা ভাষাভাষী মানুষের আন্তর্জাতিক সংগঠন বাংলা ওয়ার্ল্ডওয়াইড এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। শিক্ষা, সংস্কৃতি ও গবেষণায় ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন করতে এ সমঝোতা স্বাক্ষর করা হয়। গত শনিবার রাতে ভারতের কলকাতার একটি হোটেলে এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান এবং বাংলা ওয়ার্ল্ডওয়াইডের আহ্বায়ক সৌম্যব্রত দাস এই সমঝোতাপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এ সময় উপস্থিত ছিলেন সাংসদ আরমা দত্ত, কলকাতায় বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত তৌফিক হাসান, পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মুখ্য সচিব অমিত কিরণ দেব, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও ভাষাবিজ্ঞানী অধ্যাপক পবিত্র সরকার, মুম্বাই ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং বাংলা ওয়ার্ল্ডওয়াইডের সভাপতি বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের সিনিয়র বিচারপতি সোমেন সেন, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলী, কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সমরেশ ব্যানার্জি, সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই চন্দ্র সাহা, পশ্চিমবঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈকত মিত্র, সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ধ্রুবজ্যোতী চ্যাটার্জি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য অশোক রঞ্জন ঠাকুর, কলকাতা রিসার্চ ইউনিভার্সিটির পরিচালক ও বিজ্ঞানী সব্যসাচী ভট্টাচার্য, শিল্প দপ্তরের সচিব সঞ্চিতা হাজরা, পিয়ারলেস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ড. সুজিত কর্পরকায়েস্ত, প্রখ্যাত চিকিৎসক অশোক পোনাগ প্রমুখ।