অবিলম্বে ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়ার দাবিতে আন্দোলনের ডাক দিয়েছেন ভোলাবাসী। ‘ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটি’ এই আন্দোলনের ডাক দিয়েছেন। এ লক্ষ্যে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ভোলা সদর উপজেলার সদর রোডর কে জাহান শপিং কমপ্লেক্সের সামনে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে ভোলার সব শ্রেণির মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আন্দোলন কমিটির সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী বলেন, ‘যুগ যুগ ধরে ভোলার শাহবাজপুরে মাটির নিচে অলসভাবে গ্যাস পড়ে থাকলেও ভোলার ঘরে ঘরে সংযোগ দেওয়া হয়নি। এমনকি গড়ে ওঠেনি উল্লেখযোগ্য গ্যাসভিত্তিক শিল্পকারখানা। এতে অনেকটা থমকে আছে ভোলার উন্নয়ন। বাধ্য হয়ে আন্দোলনের ডাক দিয়েছি।’ এ লক্ষ্যে গত শনিবার উপজেলার সদর রোডে মিউনিসিপ্যাল কো-অপারেটিভ ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এর আগে একই ভবনে আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে একাধিকবার সভা করা হয়েছে।
একপর্যায়ে ‘ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটি’ গঠন করা হয়। একই দাবিতে গত বুধবার রাতে এক সভায় আন্দোলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। সভায় মোবাশ্বির উল্লাহ চৌধুরীকে আহ্বায়ক ও আবদুল জলিল নান্টুকে সদস্যসচিব নির্বাচিত করা হয়। এর ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকালে ভোলা সদর উপজেলার সদর রোডের কে জাহান শপিং কমপ্লেক্সের সামনে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড ভোলার আঞ্চলিক কার্যালয়ের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী অলিউল ইসলাম সোমবার জানান, ভোলাসহ সারা দেশেই নতুন করে গ্যাস সংযোগ এখন বন্ধ রয়েছে। নির্দেশনা পেলেই ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া যাবে।