নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ল্যাপটপ ও কম্পিউটারের মাধ্যমে পর্ন ভিডিও ও অশ্লীল ছবি সরবরাহের অভিযোগে আবুল কালাম আজাদ (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১১। গত সোমবার সন্ধ্যার দিকে সানারপাড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটককৃত আবুল কালাম আজাদ বরগুনার তালতলী উপজেলার গাববাড়ীয়ার বাসিন্দা।
গতকাল র্যাব-১১-এর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড়ের লন্ডন মার্কেটের সাদিয়া টেলিকম নামক কম্পিউটারের দোকানে আবুল কালাম আজাদ টাকার বিনিময়ে শিক্ষার্থীসহ বিভিন্ন উঠতি বয়সী তরুণদের মোবাইলে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করে আসছিলেন।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানানো হয় র্যাবের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে।