নাগরপুরের ১১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬৮৭ জন। গত মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬১ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪৩ জন এবং সদস্য পদে ৪৮৩ জন মনোনয়নপত্র দাখিল করেন।
উপজেলা নির্বাচন কমিশনারের তথ্যমতে, নাগরপুর সদর ইউপিতে চেয়ারম্যান পদে ৪ জন, মামুদনগর ইউপিতে চেয়ারম্যান পদে ৭, গয়হাটা ইউপিতে চেয়ারম্যান পদে ৭, দপ্তিয়র ইউপিতে চেয়ারম্যান পদে ৬, বেকড়া আটগ্রাম ইউপিতে চেয়ারম্যান পদে ৩, সহবতপুর ইউপিতে চেয়ারম্যান পদে ৪, সলিমাবাদ ইউপিতে চেয়ারম্যান পদে ৭, ভাদ্রা ইউপিতে চেয়ারম্যান পদে ৭, ধুবড়িয়া ইউপিতে চেয়ারম্যান পদে ৪, মোকনা ইউপিতে চেয়ারম্যান পদে ৬ ও পাকুটিয়া ইউপিতে চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচন কর্মকর্তা মো. আরশেদ আলী বলেন, ২৮ নভেম্বর এই ১১ ইউপিতে ভোট অনুষ্ঠিত হবে।