হোম > ছাপা সংস্করণ

ভাসমান মানুষের ভরসা

আকবরশাহ (চট্টগ্রাম) প্রতিনিধি

রাত সাড়ে ১০টা। নগরের গরিবুল্লাহ শাহ এলাকায় পঞ্চাশের অধিক ভাসমান মানুষের জটলা। কারণ জানতে চাইলে আজিজ মিয়া নামের ষাটোর্ধ্ব একজন বলেন, ‘আমাদের জন্য খাবার আসবে।’

কিছুক্ষণ পর একটি অটোরিকশা এসে থামল। প্যাকেট ভর্তি খাবার নিয়ে নামলেন তিনজন যুবক। তারপর সবাইকে খাবার বিতরণ করা হলো।

জানা গেল, আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশন নামে একটি সংগঠনের উদ্যোগে নগরের বিভিন্ন প্রান্তে ভাসমান মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। প্রতিদিন জিইসি, মুরাদপুর, বহদ্দারহাট, মির্জাপুল, রেলওয়ে স্টেশনসহ নগরের বিভিন্ন স্থানে খাবার বিতরণ করা হয়।

নগরের স্টেশন এলাকার হাজেরা খাতুন বলেন, ‘আমার কেউ নেই। রাস্তার পাশেই থাকি। এরা রাতে খাবার দিয়ে যায়। আমি এদের জন্য অনেক দোয়া করি।’

খাবার বিতরণ কাজে যুক্ত গণমাধ্যমকর্মী মির্জা শাওন ইমতিয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘ফাউন্ডেশনের শুভানুধ্যায়ী মানবিক বন্ধুদের সহায়তায় এ সব ভাসমান-দুস্থ মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। আমরা কখনো ১০০, কখনো ২০০ মানুষের মাঝে খাবার বিতরণ করে থাকি। আমাদের এই কার্যক্রমে যে কেউ যুক্ত হতে পারেন।’

আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি যিকরু হাবিবীল ওয়াহেদ আজকের পত্রিকাকে বলেন, ‘যাঁরা ভাসমান, সহায়-সম্বলহীন তাঁদের দেখার কেউ নাই। তাঁদের রান্না করে খাওয়ার ব্যবস্থাও নেই। তাই আমরা চেষ্টা করি আমাদের সামর্থ্য অনুযায়ী তাঁদের পাশে দাঁড়াবার।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ