হোম > ছাপা সংস্করণ

নির্বাচনে হেরে নৌকা প্রতীক নিয়ে প্রার্থীর কটূক্তি ভাইরাল

মুন্সিগঞ্জ প্রতিনিধি

‘ভবিষ্যতে যদি পিছা মার্কা থাকে তাহলে পিছা মার্কা আনমু, তবুও নৌকা মার্কা আনমু না।’ তৃতীয় ধাপে অনুষ্ঠিত হওয়া মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দ্বীন ইসলাম শেখ এমন মন্তব্য করেছেন। এমন বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লে সেটি মুহূর্তে ভাইরাল হয়, এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয় নেতা কর্মীদের মাঝে।

দ্বীন ইসলাম আড়িয়ল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি গত ২৮ নভেম্বর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাদির হালদারের কাছে পরাজিত হন।

এরপর তিনি কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচন পরবর্তী এক উঠান বৈঠকে এ মন্তব্য করেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিষয়টি স্বীকার করে দ্বীন ইসলাম শেখ জানান, ‘আমাদের ইউনিয়ন থেকে ১০ জন নৌকা চাইছিলাম, ‘আমি নৌকা পাওয়ার পর বাকি ৯ জনই আমার বিপক্ষে কাজ করেছে। উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী কেউ আমাকে সহযোগিতা করেনি, প্রশাসন থেকেও অসহযোগিতা করা হয়েছে। মনের কষ্টে কথা তাই বলেছি।’

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হালদার বলেন, ‘নির্বাচনে পাস ফেল থাকবে, তবে তার এ বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য না। দলকে অবমাননা করা হয়েছে। ’

উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাফিজ আল আসাদ বারেক বলেন, নৌকা প্রতীক নিয়ে এমন কথা বলা আমাদের জন্য কষ্টদায়ক।তিনি আমাদের দলীয় প্রতীক নিয়ে কটূক্তি করেছে। আমি আশা করি উনি এ বক্তব্যের জন্য ক্ষমা চাইবেন। এ বিষয়ে নেতৃবৃন্দ থেকে যে সিদ্ধান্ত আসবে সে অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ