খাগড়াছড়ির মানিকছড়িতে আগুনে পুড়ে গেছে বিধবা ম্রাসাং মারমার বসত ঘর। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তিনটহরী ইউনিয়নের রাইংগ্যাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বলেন, বিধবা ম্রাসাং মারমা এক ছেলে, এক মেয়েকে নিয়ে ছনের ঘরে বসবাস করতেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর চুলার আগুনে ঘরটি পুড়ে যায়। ছন ও বাঁশের তৈরি ঘরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কেউই আগুন নেভাতে সক্ষম হয়নি। ঘরের হাঁস-মুরগি, কাপড়-চোপড় সব পুড়ে এখন বিধবা এখন নিঃস্ব।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে এলাকাবাসী, জনপ্রতিনিধিরা ও রেড ক্রিসেন্ট সদস্যরা এগিয়ে আসেন। তাঁরা ম্রাসাং মারমা পরিবারকে কিছু শুকনো খাবার ও বস্ত্রের ব্যবস্থা করেন।