পীরগঞ্জের কুমেদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং নৌকার প্রার্থী ছিলেন। গত ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হন তিনি।
নবনির্বাচিত চেয়ারম্যান আমিনুল ইসলাম দীর্ঘদিন দৈনিক মানবকণ্ঠ পত্রিকার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।
নবনির্বাচিত চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ‘চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমার পরিচয় ছিল আমি একজন সংবাদকর্মী। দীর্ঘদিন পীরগঞ্জের অবহেলিত মানুষের কথা পত্রিকার পাতায় তুলে ধরেছি, এখন কুমেদপুরকে মডেল ইউনিয়নে রূপান্তর করার কাজ করে যাব।’
পীরগঞ্জের সিনিয়র সাংবাদিক স্থানীয় বজ্র কথার সম্পাদক কবি সুলতান আহম্মেদ সোনা জানান, আমাদের সহকর্মী কুমেদপুর ইউপির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, এটি অবশ্যই আনন্দের বিষয়। কুমেদপুরবাসীর সকল সমস্যা সমাধানে আন্তরিকভাবে তিনি কাজ করবেন এটাই আমাদের চাওয়া।