নোয়াখালীর সুবর্ণচরে বিলুপ্তপ্রায় প্রজাতির হাঙর ও শাপলা পাতা মাছ সংরক্ষণে মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী ও ভোক্তাদের নিয়ে সচেতনতামূলক পথসভা হয়েছে।
গতকাল বুধবার সকালে উপজেলার উপকূলীয় বন বিভাগের আয়োজনে খাসেরহাট বাজার ও চেয়ারম্যান ঘাট এলাকায় এ পথসভা হয়।
উপজেলা বন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী হাঙর ও শাপলা পাতা মাছ ধরা, মারা, কেনা-বেচা আইনত নিষিদ্ধ। মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী ও ভোক্তারা বিষয়টি বুঝতে পারলে বিপন্নপ্রায় হাঙর ও শাপলা পাতা মাছ রক্ষা করবে। তাতে তাদের জীবন-জীবিকা ও খাদ্য সুরক্ষা নিশ্চিত হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, জেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল, উপজেলা বন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, হাবিবিয়া রেঞ্জ কর্মকর্তা নাহিদ হাসান প্রমুখ।