হোম > ছাপা সংস্করণ

মঞ্চে আসছে ‘হ্যামলেট মেশিন’

আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হবে নতুন নাটক ‘হ্যামলেট মেশিন’। এই নাটকের মধ্য দিয়ে ঢাকার নাট্যদলগুলোর তালিকায় যুক্ত হচ্ছে নতুন নাম অ্যাক্টোম্যানিয়া।

হাইনার মুলারের নাটক ‘হ্যামলেট মেশিন’ নির্দেশনা দিয়েছেন তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক নওরীন সাজ্জাদ। অভিনয় করছেন সায়েম সিজান, আমির হামজা আকাশ, তালহা জুবায়ের, সাগর বড়ুয়া, জয়ব্রত বিশ্বাস, পারিশা মেহজাবিন, অদ্রি প্রমুখ। উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত থাকবেন নাট্যব্যক্তিত্ব সারা যাকের।

সমকালীন যুদ্ধবিধ্বস্ত ইউরোপ, নারী নির্যাতন, বাণিজ্যিক সভ্যতা, সমাজের নানা স্খলনের চিত্র উপস্থাপনের সঙ্গে সঙ্গে নাটকের চরিত্রগুলোর অভিব্যক্তি, অন্তর্নিহিত দহন ও নানা ধরনের প্রতীকী ঘটনার সংমিশ্রণে এই নাটক। অনুবাদ করেছেন জাতীয় অধ্যাপক প্রয়াত কবির চৌধুরী।

নির্দেশক নওরীন সাজ্জাদ বলেন, ‘জটিল প্রতীকাবলি, বিচিত্র উপমা, স্থান-কালের সংকলন-প্রসারণসহ বহুমাত্রিক বিষয়াদি নাটকটিকে সমসাময়িক করে তুলেছে। আমরা চেষ্টা করছি মূল পাণ্ডুলিপির নির্যাস অপরিবর্তিত রেখে এই আপাত-দুর্বোধ্য নাটকের সহজ উপস্থাপনা করতে।’

অ্যাক্টোম্যানিয়ার আহ্বায়ক তালহা জুবায়ের জানান, গত বছরের ১৫ অক্টোবর নাটকটির মহড়া শুরু হয়। গতকাল হয়েছে কারিগরি প্রদর্শনী।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ