হোম > ছাপা সংস্করণ

বৃষ্টিতে কৃষকের কান্না

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অসময়ের বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। সাগরে নিম্নচাপ জাওয়াদের প্রভাবে গত শনিবার থেকে মতলব দক্ষিণসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত শুরু হয়েছে। এতে উপজেলার আমন, আলু, পেঁয়াজ, সরিষাসহ শীতকালীন শাকসবজি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সাধারণত অগ্রহায়ণ মাসের শেষের দিকে কৃষকেরা মাঠে ধান কেটে ঘরে তোলেন। এ সময়ে টানা বৃষ্টিপাতে ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। অনেক এলাকায় আমন মৌসুমের পাকা ধান কাটা হয়নি। কিছু এলাকায় কেউ মাড়াই দিয়ে ধান বের করেছেন, কেউ মাড়াই দেওয়ার অপেক্ষায় আছেন। বৃষ্টির কারণে পাকা ধান মাটির সঙ্গে মিশে যাবে। এ ছাড়া ধানগাছের খড় নষ্ট হয়ে পশুর খাবার সংকট হবে বলে জানান কৃষকেরা।

এদিকে জেলার মতলব দক্ষিণ, হাজীগঞ্জ, মতলব উত্তর ও ফরিদগঞ্জ বেড়িবাঁধ এলাকায় আবাদ করা শীতকালীন শাকসবজির ক্ষতির আশঙ্কা রয়েছে।

মিজান শেখ, মনির হোসেনসহ কয়েকজন কৃষক বলেন, এখন আমন ফসল ঘরে তোলার সময়। এ সময় বৃষ্টিতে ধানগাছ মাটিতে পড়ে গেছে। বৃষ্টির পানির সঙ্গে গাছ থেকে ধান ঝরে পড়ছে। তা ছাড়া নিচু জমিতে পানি জমায় ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কৃষক মাহবুব বলেন, ‘টানা বৃষ্টিতে আমার রোপণ করা আলুর বেশি ক্ষতি হচ্ছে। এ ছাড়া টমেটো, সরিষা, পেঁয়াজ, করলা, বরবটি, ফুলকপি, বাঁধাকপি, লালশাক, লাউসহ শীতকালীন শাকসবজির ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বারবার ফসল ও সবজিখেতের ক্ষতি হওয়ায় সবাই দুশ্চিন্তার মধ্যে আছি।’

ইরি-বোরোর বীজতলা তৈরি করা কৃষকেরা বলেন, বৃষ্টি আরও কয়েক দিন থাকলে তাঁদের বীজতলা নষ্ট হয়ে যাবে। নতুন করে আবার হয়তো বীজতলা তৈরি করতে হবে। এতে খরচ দ্বিগুণ হবে। বীজ সংগ্রহ করতে সমস্যা হয়ে পড়বে।

চাঁদপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, নিম্নচাপের কারণে ৮ ডিসেম্বর পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তারপর আবহাওয়া স্বাভাবিক অবস্থায় ফিরে এলেও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাবে। গতকাল সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

চাঁদপুর জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক মো. জালাল উদ্দিন বলেন, বৈরী আবহাওয়ার কারণে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কাটা ধান, আলুসহ শাকসবজির ক্ষতি হচ্ছে। তবে বৃষ্টিপাত বন্ধ না হওয়ায় এখনো ক্ষয়ক্ষতি পুরোপুরি নিরূপণ করা সম্ভব হচ্ছে না।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ