বরিশালের আগৈলঝাড়ায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ মাঠে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের মধ্যে ফুটবল খেলা ড্র হয় এবং পরবর্তী খেলায় মুক্তিযোদ্ধা ১-০ গোলে সুধীজনদের পরাজিত করে।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক মো. গোলাম ছরোয়ার প্রমুখ।
খেলা পরিচালনা করেন মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক সুশান্ত মজুমদার ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সরদার হারুন রানা।