গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকার লুট হওয়া মালামালের মধ্যে ৭৭ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এর আগে গোল্ডেন ট্রেড লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের গোডাউন থেকে প্রায় ৪ কোটি টাকার মালামাল লুট হয়। আদালতের নির্দেশে গতকাল সোমবার সন্ধ্যায় উদ্ধার হওয়া কাপড় ও আসবাবপত্র কারখানা কর্তৃপক্ষের কাছে ফেরত দেয় পুলিশ।
গাজীপুর জেলা গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন জানান, গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় গোল্ডেন ট্রেড লিমিডেটের একটি গোডাউন রয়েছে। গত ২১ নভেম্বর রাতে গোডাউনের নিরাপত্তাকর্মীদের হাত পা বেঁধে ২৫-৩০ জনের একদল ডাকাত ৬-৭ ঘণ্টা সময়ে গোডউনে থাকা ৪ কোটি টাকার তৈরি পোশাক, আসবাব ও মেশিনপত্র লুট করে নিয়ে যায়।
পরে এ ঘটনায় গত ২৪ নভেম্বর কারখানার পরিচালক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা করেন। মামলাটি এ মাসের ৫ তারিখে ডিবি পুলিশের হাতে দেওয়া হয়। পরে ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৭ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার ইসলামপুর এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৭৭ লাখ টাকা মূল্যের মালামাল উদ্ধার করে।
আদালতের নির্দেশে সোমবার সন্ধ্যায় গাজীপুর পুলিশ লাইনসে রাখা মালামালগুলো মালিক পক্ষের কাছে হস্তান্তর করে ডিবি পুলিশ।
মামলার বাদী মোস্তাফিজুর রহমান বলেন, ‘৪ কোটি টাকার মালামাল লুট হয়েছিল। তার মধ্যে ৭৭ লাখ টাকার মালামাল উদ্ধার করা গেছে।’