হোম > ছাপা সংস্করণ

এসএসসি পরীক্ষার্থী তন্ময় তপু হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ায় আল হেলাল ইসলামী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদায় অনুষ্ঠান চলাকালে এসএসসি পরীক্ষার্থী মাহবুবুর রহমান তন্ময় তপুকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল সোমবার সকালে চুয়াডাঙ্গা সদর থানায় মামলাটি দায়ের করেন তার ভাই আলিহীম মাসুদ। এর মধ্যে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তবুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামির করা হয়। প্রধান আসামি করা হয় এক কিশোরকে (১৭)।

গ্রেপ্তার করা যুবকের নাম সুমন ওরফে রগকাটা সুমন (২৮)। তাঁর বাড়ি শহরের ফার্ম পাড়া এলাকায়। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গত রোববার সহপাঠীদের সঙ্গে স্কুলের বিদায় অনুষ্ঠানে গিয়েছিল তপু। পৌর এলাকার গুলশানপাড়ায় আল হেলাল ইসলামী একাডেমি স্কুল প্রাঙ্গণে বিদায় অনুষ্ঠান চলাকালেই তপুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সে পৌর এলাকার নূরনগর কলোনিপাড়ার আব্দুল মজিদের ছেলে।

তপুর সহপাঠীরা জানায়, রোববার সকাল থেকে স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলছিল। সে অনুষ্ঠানে অংশ নেয় ওই স্কুলের ছাত্র তপু। এ সময় কে বা কারা তপুকে স্কুলের এক কোনায় ডেকে নিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে। পরে তার বন্ধুরা টের পেয়ে সেখান থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তপুকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, তপুর সঙ্গে তারই আরেক সহপাঠীর বিরোধ ছিল। এর জেরে এমন ঘটনা ঘটে থাকতে পারে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তার করা সুমন ওরফে রগকাটা সুমনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ