শাহীন রহমান, পাবনা
বাসাইলে একটি সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে পুকুরে পড়ে গেছে। এ সময় চালক ও তাঁর সহযোগী আহত হন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পাঠান স্থানীয় বাসিন্দারা। গতকাল রোববার সকালের দিকে পশ্চিমপাড়া রাস্তায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম রিপন বলেন, রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। রাস্তার সিসি ঢালাইয়ের জন্য সিমেন্ট নিয়ে ট্রাকটি আসার সময় উল্টে গিয়ে পুকুরে পড়ে যায়। এতে প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।