হোম > ছাপা সংস্করণ

শহীদ মিনারে ধস

পুঠিয়া প্রতিনিধি

পুঠিয়া উপজেলার সরিষাবাড়ি হাইস্কুলের নির্মাণাধীন শহীদ মিনার ধসে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও নানা অনিয়মের কারণে এ ঘটনা ঘটেছে। তবে স্কুলসংশ্লিষ্টরা বলছেন, নির্মাণকাজে কোনো অনিয়ম হয়নি।

গত সোমবার দুপুরে নির্মাণাধীন শহীদ মিনারের ইটের দেওয়া গাঁধুনির একটা বড় অংশ ধসে পড়ে।

গত বুধবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, সরিষাবাড়ি স্কুলমাঠের দক্ষিণ পাশে স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হচ্ছে। নির্মাণের বেশির ভাগ কাজ প্রায় শেষ। এর মধ্যে শহীদ মিনারের পূর্ব পাশের দেয়াল ধসে পড়েছে।

নাম না প্রকাশের শর্তে দুজন এলাকাবাসী জানান, নির্মাণাধীন শহীদ মিনারের কাজে ব্যাপক অনিয়ম করা হচ্ছে। নির্মাণসামগ্রীও নিম্নমানের।

এ বিষয়ে স্কুল ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রউফ বলেন, শহীদ মিনার নির্মাণকাজে কোনো অনিয়ম-দুর্নীতি হয়নি। বালি দিয়ে ভরাট করা অংশে অতিরিক্ত পানি দেওয়ার ফলে শহীদ মিনারের একটা দেয়াল ধসে গেছে। সেটা পুনরায় নির্মাণ করা হবে। কত টাকা ব্যয়ে শহীদ মিনার নির্মাণকাজ করা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, স্কুলের তহবিল থেকে অর্থ ব্যয় করা হচ্ছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ