জৈন্তাপুরে রাস্তা বর্ধিতকরণ কাজে জায়গা ছেড়ে দিলেন সাবেক ইউপি সদস্য মো. শাহজাহান মিয়া। জৈন্তাপুর উপজেলা সদর থেকে স্টেশন পর্যন্ত রাস্তা বর্ধিতকরণের কাজ শুরু করে। কিন্তু পুকুরপাড় এলাকায় শেষ অংশে জায়গা না থাকায় রাস্তা ছোট হয়ে যায়। ইউপি চেয়ারম্যান জায়গার মালিকের কাছে অনুরোধ করলে জৈন্তাপুর ইউপির আট নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহজান মিয়া তাঁর জায়গা ছেড়ে দেন।
মো. শাহজাহান মিয়া বলেন, ‘জনসাধারণের চলাচলের সুবিধার্থে জায়গাটুকু ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছি। আমি একজন জনপ্রতিনিধি হিসেবে জনস্বার্থে উন্নয়নকাজে জনগণের পাশে দাঁড়াব।’
উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ বলেন, সাবেক ইউপি সদস্য মো. শাহজাহান মিয়া রাস্তা বর্ধিত কাজের জন্য নিজে হাতে বেড়া সরিয়ে নিয়ে যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন তা অভাবনীয়। যদিও তিনি বর্তমানে ইউপি সদস্য নন তবুও তিনি সমাজের একজন সত্যিকারের সমাজ সেবক হিসেবে বেঁচে থাকবেন আমাদের মাঝে। আমি ওনার দীর্ঘায়ু কামনা করি আল্লাহর দরবারে।’