পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, ‘ইউনিয়ন পরিষদের সচিবেরা যেন জন্মনিবন্ধনের ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির বেশি টাকা আদায় না করে।’ গতকাল শুক্রবার শরীয়তপুরের নড়িয়া উপজেলা অফিসার্স ক্লাব নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলায় নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশে এ কে এম এনামুল হক শামীম বলেন, ‘সরকার গেজেট করে জন্মনিবন্ধন ফি নির্ধারণ করে দিয়েছে। তাই কারও কাছ থেকে অতিরিক্ত টাকা যেন না নেওয়া হয়—বিষয়টি ইউপি সচিবেরা খেয়াল রাখবেন। খেয়াল রাখবেন এলাকায় কোনো পুরুষ মারা গেলে সঙ্গে সঙ্গে তালিকা করে বিধবা ভাতার ব্যবস্থা করা। বয়স্ক ও বিধবা ভাতা পেতে যেন কাউকে হয়রানি হতে না হয়।’
যেকোনো দুর্যোগ মোকাবিলায় আওয়ামী লীগ মানুষের পাশে থাকে। পুলিশ, সশস্ত্র বাহিনী, স্বাস্থ্য বিভাগসহ সব বিভাগ একত্র হয়ে দুর্যোগ মোকাবিলায় কাজ করে। করোনার সময় তা দেখা গেছে বলে জানান তিনি।
উপমন্ত্রী আরও বলেন, ‘ভূমি অফিসে মানুষগুলো যেন হয়রানির শিকার না হয়। মাদক, চুরি, ডাকাতির বিষয়ে কোনো ছাড় যেন না দেওয়া হয়।’
ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদ উজ্জামান, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন বাদশা শেখ, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, নড়িয়া উপজেলা পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ প্রমুখ।