বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী আশোকাঠি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় গত শুক্রবার দিবাগত রাতে একটি ট্রাকের ধাক্কায় শহিদুল হক খান (১৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শহিদুল পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার কেশবকাঠী গ্রামের নুর হোসেন খানের ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেলাল হোসেন জানান, উপজেলার মাহিলাড়া থেকে নছিমনে করে ভুরঘাটা বাজারে কাঁচা তরকারি রেখে ফিরছিল নসিমন চালক মশিউর রহমান ও শ্রমিক শহিদুল খান। ভোর সাড়ে চারটার দিকে আশোকাঠি ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নসিমনকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় নসিমন চালক মশিউর ও শ্রমিক শহিদুল। পরে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক শহিদুলকে মৃত বলে ঘোষণা করেন।