দেশের চামড়াশিল্পে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে বিসিক ভবনে সংস্থাটির চেয়ারম্যান মোশতাক হাসানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে ইতালির রাষ্ট্রদূত এ আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎ শেষে বিসিক চেয়ারম্যান বলেন, বাংলাদেশের চামড়াশিল্পের কঠিন বর্জ্য দিয়ে জৈব সার ও বিদ্যুৎ উৎপাদন করতে সবুজ প্রযুক্তি হস্তান্তরের আগ্রহ প্রকাশ করেছেন ইতালির রাষ্ট্রদূত।
বিসিক চেয়ারম্যান শিল্পনগরীগুলোর জন্য ইতালির বিনিয়োগ পেতে রাষ্ট্রদূতকে অনুরোধ করেন। এ সময় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিসিক, এসএমই ও বিটাক) কাজী সাখাওয়াত হোসেন, বিসিক পরিচালনা পর্ষদের সদস্যরা ও বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।