যশোর প্রতিনিধি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে গণসমাবেশের ডাক দিয়েছে যশোর জেলা বিএনপি। আগামীকাল বুধবার শহরের টাউন হল ময়দানসহ ৩ স্থানের যে কোনো একটিতে এ গণসমাবেশের আয়োজন করার জন্য পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে।
গতকাল সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, বিএনপি নেতা মিজানুর রহমান, গোলাম রেজা দুলু, নুরুন্নবী প্রমুখ।