কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসে পুলিশের অভিযানে জমিন উল্লাহ কারিকর (৪০) নামে এক দালালকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই ব্যক্তি উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর এলাকার জামাত আলীর ছেলে।
সূত্র জানান, কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসে দীর্ঘদিন যাবৎ ভূমি কর্মকর্তা না থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। সম্প্রতি একটি চক্রের কারণে ভূমি অফিসে কোনো কাজে গেলে ভোগান্তির স্বীকার হতে হয় সাধারণ মানুষদের।
এসব অভিযোগের প্রেক্ষিতে গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, উপপরিদর্শক মনির হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন।
ওই সময়ে বিভিন্ন কাগজপত্রসহ দালাল জমিন উল্লাহকে আটক করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জমিন উল্লাহকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।