হোম > ছাপা সংস্করণ

মাধ্যমিকের ২৩ শতাংশ বই এখনো আসেনি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় মাধ্যমিক পর্যায়ে ২৩ শতাংশ নতুন বই এখনো আসেনি। পুরোনো বইয়ে চলছে পাঠদান। তাই শিক্ষার্থীরা পড়াশোনায় ঠিকমতো মনোযোগী ও নতুন শ্রেণির পড়াও শুরু করতে পারছে না। তবে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শেখ শহিদুল ইসলাম মাধ্যমিক পর্যায়ে বাকি বইগুলো প্রতিদিন আসছে বলে জানান।

ব্রাহ্মণবাড়িয়ায় ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত চাহিদার ৪১ লাখ ৮৬ হাজার বইয়ের মধ্যে ২৮ লাখ বই এসেছে। অর্থাৎ ৬৭ শতাংশ বই এসেছে গেছে। বাকি ২৩ শতাংশ বই এখনো আসেনি। এদিকে এখনো অষ্টম শ্রেণির সব পাঠ্যবই পৌঁছেনি। শুধু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটি এসেছে। বই না আসায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।

সরেজমিন দেখা গেছে, বছরে প্রথম দিন অনেকটা অনাড়ম্বর পরিবেশে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণির শিক্ষার্থীকে তিন ভাগে বিভক্ত করে ১২ কার্যদিবসের মধ্যে নতুন বই বিতরণ করা হয়। কিন্তু বই না আসায় অষ্টম শ্রেণির বই বিতরণ করা সম্ভব হয়নি।

এদিকে নাসিরনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, ‘উপজেলায় ৩ লাখ ৯৯ হাজার ৫০ বইয়ের চাহিদা রয়েছে। এখন পর্যন্ত ২ লাখ ৯৭ হাজার ৭৬২ বই পেয়েছি। আর অষ্টম শ্রেণির ৯২ হাজার ৪০০ বইয়ের চাহিদা রয়েছে। শুধু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ৬ হাজার ৬০০ বই পেয়েছি।’

নাম প্রকাশ না করার শর্তে জেলার সরকারি একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ষষ্ঠ ও সপ্তমের মূল বইগুলো পেয়েছি। চারুকারু ও ক্যারিয়ার এই ধরনের কয়েকটি বই বাকি আছে। আর নবম শ্রেণির সব বই এসেছে। তবে অষ্টম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই এসেছে। পুরোনো বই দিয়ে শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে। এতে পাঠদানে অনেক সমস্যা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য বলেন, সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১ লাখ ৪০ হাজার বইয়ের চাহিদা পাঠানো হয়েছে। চাহিদার মধ্যে এখন পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ১০ হাজার বই এসেছে। সদর উপজেলায় মাধ্যমিকের ৬ লাখ ৮ হাজার ৯৩০টি বই, দাখিলের ৬৬ হাজার ৬৪০ ও ইবতেদায়ির ৩১ হাজার ৬০০ বইয়ের চাহিদা রয়েছে। তবে চাহিদামতো বই না পেয়ে বিপাকে আছে শিক্ষার্থীরা। তাই তারা পড়াশোনায় ঠিকমতো মনোযোগ ও নতুন শ্রেণির পড়াও শুরু করতে পারছে না।

এই ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শেখ শহিদুল ইসলাম গত রোববার রাতে বলেন, মাধ্যমিক পর্যায়ে বাকি বইগুলো প্রতিদিনই আসছে। জানুয়ারির মধ্যে শেষ না হলে ফেব্রুয়ারি শুরুতে মাধ্যমিকের সব বই চলে আসবে জেলা মাধ্যমিক কর্মকর্তা জানিয়েছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ