মানিকগঞ্জের শিবালয়ে ১৯ বছর আগের ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আব্দুল মান্নানকে (৪৫) আটক করেছে র্যাব-৪। গত সোমবার দিবাগত রাতে উপজেলার আরুয়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে গতকাল মঙ্গলবার তাঁকে শিবালয় থানায় সোপর্দ করে ওই মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। এ ছাড়া অপর এক ধর্ষণ মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ২৮ এপ্রিল আরুয়া গ্রামের আব্দুল মান্নানসহ অজ্ঞাত নামা ৫-৬ জনের বিরুদ্ধে এক মা-মেয়েকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়। মামলার সব আসামি ধরা পড়লেও মান্নান পলাতক ছিলেন।
শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে ২০০৪ সালের ১৬ সেপ্টেম্বর আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। সাজাপ্রাপ্ত মান্নান পলাতক থাকায় আদালত গত ৬ এপ্রিল তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
র্যাব-৪-এর লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন বলেন, গোপন খবরের ভিত্তিতে র্যাবের একটি দল সোমবার গভীর রাতে আব্দুল মান্নানের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। পরের দিন মঙ্গলবার সকালে তাঁকে শিবালয় থানায় সোপর্দ করা হয়।
শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, র্যাব আব্দুল মান্নানকে আটক করে থানায় সোপর্দ করেছে। মঙ্গলবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়।
ওসি বলেন, গত ১২ এপ্রিল রাতে উপজেলার চরাঞ্চলের এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় করা মামলায় উপজেলার চর আলোকদিয়ার মো. আলী (৩৮) ও চরবৈষ্টমী গ্রামের আব্দুল লতিফকে (৩৭) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রিমান্ড আবেদনসহ তাঁদের আদালতে পাঠানো হয়েছে।