দাকোপ উপজেলায় ভিন্ন ভিন্ন অপরাধে তিনজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে এক লাখ ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস সম্প্রতি এ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মেহেদী হাসান খান, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজির বিকাশ চন্দ্র বর্মন ও দাকোপ থানার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, রাস্তায় প্রকাশ্যে ধূমপান করার অপরাধে এক ব্যক্তির কাছ থেকে ২০০ টাকা, বাজারে জনসাধারণের চলাচলে রাস্তায় বিঘ্ন সৃষ্টি করায় চালনা পৌরসভার আনন্দ নগর গ্রামের মো. রফিকুল শেখকে এক লাখ টাকা এবং রাস্তায় ময়লা রাখার অপরাধে চালনা বাজারে ব্রজেন বিশ্বাসকে ৪০০ টাকা জরিমানা করা হয়।