‘শেখ হাসিনার বিশেষ উদ্যোগ, ডিজিটাল বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে কুলিয়ায় টেকসা গ্রুপের উদ্দ্যোগে টেকসা গ্রুপের বিশেষ সফটওয়্যার উদ্বোধন ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কুলিয়া বাজারের পাশে টেকসা গ্রুপের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তথ্য প্রযুক্তি খ্যাতকে আরও একধাপ এগিয়ে নিতে উদ্বোধন ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এতে টেকসা গ্রুপের (মালয়েশিয়া) চেয়ারম্যান অমিত দাশের সভাপতিত্ব ও টেকসা সমবায় সমিতির সভাপতি ওমর ফারুক মুকুলের সঞ্চালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেন। বিশেষ অতিথি হিসাবে ভার্চুয়ালী বক্তব্য দেন টেকসা গ্রুপ মালেশিয়ার পরিচালক ম্যাথু রর্জার, টেকসা সমবায় সমিতির সহসভাপতি অঞ্জন দাশ, ক্যাশিয়ার সঞ্জিত কুমার।
অনুষ্ঠানে দেবহাটা উপজেলার অর্ধ শতাধিক সমবায় সমিতি পরিচালকদের অংশগ্রহণ করে।