ভারত থেকে বন্ডের লাইসেন্সে (শুল্কমুক্ত) আমদানি করা ডেনিম ফেব্রিকসের পরিবহন থেকে ঘোষণা বহির্ভূত বিপুল পরিমাণ নিষিদ্ধ পণ্য জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গতকাল বুধবার বিকেলে অবৈধ পণ্য চালানসহ ট্রাক জব্দ করা হয়।
জব্দ পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, থ্রিপিস, মদ, ফেনসিডিল, ওষুধ, কারেন্ট জাল। এসব পণ্যের দাম অর্ধকোটি টাকা বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে।
বেনাপোল কাস্টমস কমিশনার মো. আজিজুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বন্ডের লাইসেন্স মাধ্যমর ভারত থেকে আমদানি করা ডেনিম ফেব্রিকসের ট্রাকের মধ্যে বিপুল পরিমাণ ঘোষণা বহির্ভূত আমদানি নিষিদ্ধ মদ, ফেনসিডিল, ওষুধসহ অবৈধ ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য আনা হয়েছে। পরে একটি প্রতিনিধি দল পাঠিয়ে বেনাপোল বন্দর এলাকা থেকে একটি ভারতীয় ট্রাক জব্দ করে কাস্টমস হাউসে নিয়ে আসা হয়। ট্রাকটি তল্লাশি করে আমদানি নিষিদ্ধ মদ, ১ হাজার বোতল ফেনসিডিল, ১ হাজার বিদেশি সিগারেট, জর্দা, বাজিসহ নানান ধরনের ওষুধ জব্দ করা হয়।’
আজিজুর রহমান বলেন, ‘এ ঘটনায় অভিযুক্তের সিঅ্যান্ডএফ লাইসেন্স বাতিল ও মামলা করা হবে।’